এস.এস.সি. পরীক্ষা’2024 এর নির্বাচনী পরীক্ষা’2023 আগামী 1 অক্টোবর শুরু হতে যাচ্ছে।

আগামী 1 অক্টোবর;2023 থেকে অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকল শিক্ষার্থীদের কে আগামী ডিসেম্বর পর্যন্ত বেতন  এবং পরীক্ষার ফি  স্ব স্ব  শ্রেণি শিক্ষকের নিকট 26/09/2023 তারিখের মধ্যে পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হল। পরীক্ষার রুটিন সাথে সংযুক্ত করা হল।